জাতীয়তাবাদী যুবদল লালমনিরহাট জেলা শাখার দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ সেপ্টেম্বর) সকালে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত দ্বিবার্ষিক
অনুষ্ঠানটি উদ্বোধন করেন সুলতান সালাউদ্দিন টুকু সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।
লালমনিরহাট জেলা যুবদলের আহ্বায়ক সাইদুর রহমান মিটুলের সভাপতিত্বে লালমনিরহাট জেলা যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।প্রধান অতিথি বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেন, দেশে অশান্তি বিরাজমান আর দেশের মানুষ কবে মুক্তি পাবে তার আশায় রাজপথে গণমানুষের চোয়ার নেমেছে। শেখ হাসিনা দেশকে ও দেশের মানুষকে ভালোবাসেন না। তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতেই তিনি দেশে ফিরেছিলেন। ভোটচোর করে ক্ষমতায় এসে এখন উন্নয়নের কথা বলে তেলসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিয়ে কোনঠাসা করে রেখেছে দেশের মানুষকে। তিনি প্রধানমন্ত্রী হয়ে দেশের অর্থনৈতিক মুক্তি দিতেন পারেননি। যেভাবে সার ও ডিজেলের দাম বাড়িয়ে দিয়েছেন। তাতে কৃষকের উৎপাদন খরচ উঠে না। আগামীতে কৃষক ধান চাষ বন্ধ করে দেবে। এছাড়াও তিনি সরকারের নানামুখী সমালোচনা করে বক্তব্য দেন।এ সময় সম্মেলনের আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, সাংগঠনিক সম্পাদক বিএনপি কেন্দ্রীয় কমিটি (রংপুর বিভাগ) সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন, কেন্দ্রীয় যুবদলের সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না। বক্তব্য দেন, কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ সভাপতি মামুন হাসান, সহ সভাপতি মোহাম্মাদ নুরুল ইসলাম নয়ন, সাংগঠনিক সম্পাদক ইসাহাক সরকার, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান। লালমনিরহাট জেলা যুবদলের আহ্বায়ক সাইদুর রহমান মিঠুলের সভাপতিত্বে আরো বক্তব্য দেন, জেলা যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলাম প্রমুখ।
এর আগে আগে সম্মেলন উপলক্ষে জেলা যুবদলের এক বর্ণাঢ্য র্যালী জেলা বিএনপি কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সম্মেলন কেন্দ্র জেলা পরিষদ অডিটোরিয়ামে পৌঁছে শেষ হয় এবং আলোচনা সভা শুরু হয়।
আলোচনা শেষে যুবদলের তৃণমূল নেতাকর্মীদের সমর্থনে জেলা যুবদলের নেতা নির্বাচনের কথা রয়েছে।যুবদলের এই সম্মেলনের র্যালী ও আলোচনা সভায় বিভিন্ন ইউনিটের বিভিন্ন স্তরের প্রায় ১০ হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।