‘পুষ্টি মেধা দারিদ্র বিমোচন-প্রাণী সম্পদ প্রদর্শনীর আয়োজন’ এই প্রতিপাদ্যে লালমনিরহাটে দিনব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনীর উদ্বোধন হয়েছে।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে প্রদর্শনীর উদ্বোধন করেন লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর। প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণী সম্পদ অধিদফতর, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সহযোগীতায় এবং লালমনিরহাট সদর উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল ওই প্রদর্শনীর আয়োজনে করে।লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা মাসুম এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন, লালমনিরহাট জেলা পোল্ট্রি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্রী প্রদীপ চন্দ্র রায়। স্বাগত বক্তব্য দেন লালমনিরহাট সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সাজিয়া আফরিন। অনুষ্ঠানে লালমনিরহাট জেলা পোল্ট্রি এসোসিয়েশনের সভাপতি মঞ্জুরুল আলম শেখসহ অন্যান্য খামার মালিকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রদর্শনীতে ৪০টি স্টোল স্থাপন করা হয়েছে।