লালমনিরহাট জেলা সদরের বড়বাড়ী ইউনিয়নে গলায় রশি দিয়ে আসনুরি আক্তার (৩৮) নামে এক মহিলার মৃত্যু হয়েছে।মৃত আসনুরি আক্তার লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নে ৩ নং ওয়ার্ড, শিবরাম গ্রামের মোহাম্মদ মনজু ইসলামে স্ত্রী ।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল স্বামীর বাড়ি থেকে নিজের বাবার বাসায় বেরাতে আসে মৃত আসনুরি আক্তার।
মৃত আসনুরি আক্তারের স্বামী মোঃ মঞ্জু ইসলাম বলেন, আমার স্ত্রী দীর্ঘদিন যাবত মানসিক সমস্যায় ভুগছেন, আমি অনেক রকম চিকিৎসা ব্যবস্থা নিয়েছিলাম কিন্তু তাতে কোনো লাভ হয়নি।
তিনি আরো বলেন, আজ ১১মে বুধবার সকাল ১০টায় আমার শশুরের বাসার থাকা ঘরে হঠাৎ করে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পায় আমার শাশুড়ি মা।পরে আমি বিষয়টি জানতে পেয়ে লোকজন ডাকাডাকি করি তারপর আশেপাশের লোকজন ছুটে আসে তাৎক্ষণিক পুলিশকে অবগত করি।লালমনিরহাট সদর থানার এস আই মাইদুল ইসলাম বলেন আমরা ঘটনাটি জানতে পেয়ে ঘটনা স্থানে উপস্থিত হয়েছি। উক্ত ঘটনাটি তদন্ত প্রক্রিয়া শেষ হলে, উক্ত বিষয় সম্পর্কে জানাতে পারবো।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।