পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সাংবাদিক পরিবারের মাঝে ছড়িয়ে দিতে সোমবার রাতে লালমনিরহাট জেলার প্রাণকেন্দ্র বিডিআর গেট নর্থবেঙ্গল রেষ্ট হাউসে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে বিএমইউজে এর সকল সদস্যদের কে ঈদ সামগ্রী ও পাঞ্জাবি উপহার বিতরণ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন লালমনিরহাট জেলার সভাপতি ড. আশরাফুজ্জামান সবুজ মন্ডলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রকিবুল হাসান রুবেল এর আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন লালমনিরহাট জেলা শাখার প্রধান উপদেষ্টা সাংবাদিক নেতা মিজানুর রহমান মিজান। সংগঠনটির সূচনা লগ্ন থেকে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন এই সাংবাদিক নেতা।
ঈদ সামগ্রী ও পোশাক বিতরণ শেষে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন লালমনিরহাট জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।