” বাঁধন” লালমনিরহাট সরকারি কলেজ ইউনিট রংপুর জোন এর পক্ষ থেকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭জুন) লালমনিরহাট জেলা সদরের গোকুন্ডা ইউনিয়ন মোস্তফির কাশিনাথ ঝাড় প্রাথমিক বিদ্যালয়ে এই রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আয়োজন করা হয়। উক্ত কর্মসূচির মাধ্যমে “বাঁধন” সদস্যরা প্রায় ২০০ জনকে বিনামূল্যে তাদের রক্তের গ্রুপ জানিয়ে দিতে সক্ষম হয়।
বাঁধন এর সদস্যরা বলেন, আমরা স্বপ্ন দেখি সেই দিনের যেদিন বাংলাদেশের প্রতিটি মানুষ তার নিজ নিজ রক্তের গ্রুপ জানতে পারবে এবং স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসবে। এই স্বপ্ন কে বুকে ধারন করে “বাঁধন” এর পথ চলা। রক্তস্নাত এই বাংলায় রক্তের অভাবে আর একটি জীবন ও যেন নিভে না যায় জয় হোক মানবতার জয় হোক বাঁধনের।
দেশ-বিদেশের সকল খবর সবার আগে পেতে কলম কথা এর ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।