লালমনিরহাটে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এঁর ১৬১তম জন্ম জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে কবিতা পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ মে) লালমনিরহাট জেলা শহরের স্টেশন রোডস্থ সুইড বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক ও বার্ণহার্ডট ইনক্লুসিভ স্কুল মিলনায়তনে স্বর্ণামতি নন্দিনী সাহিত্য ও পাঠচক্র লালমনিরহাট জেলা শাখার আয়োজনে এ কবিতা পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

স্বর্ণামতি নন্দিনী সাহিত্য ও পাঠচক্র লালমনিরহাট জেলা শাখার সভাপতি অধ্যক্ষ স্বপ্না জামান-এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন স্বর্ণামতি নন্দিনী সাহিত্য ও পাঠচক্র লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক কবি ফেরদৌসী বেগম বিউটি প্রমুখ। এ সময় স্বর্ণামতি নন্দিনী সাহিত্য ও পাঠচক্র লালমনিরহাট জেলা শাখার অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।