১১ জানুয়ারি সকালে এফ এন বি লালমনিরহাট জেলা শাখার আয়োজনে ব্র্যাক, বুরো বাংলাদেশ, আশা, এসকেএস ও আরডিআরএস বাংলাদেশ এর সহযোগীতায় মানসিকা ভবন লালমনিরহাটের ক্যাম্পাসে ৩০০টি পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল ইসলাম , মানসিকার নির্বাহী পরিচালক এ্যাড. এ কে এম সামছুল হক। বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক জেলা সমন্নয়ক ও সভাপতি লালমনিরহাট এনজিও ফেডারেশন (এফ এন বি) আশরাফুল আলম।
এতে উপস্থিত ছিলেন লাকা ব্যবস্থাপক বুরো বাংলাদেশ ও সাধারণ সম্পাদক এফ এন বি সানোয়ার হোসেন, মানসিকা পরিচালক এ কে এম আসাদুজ্জামান, প্রোফিট ফাউন্ডেশন পরিচালক নুরুজ্জামান আহমেদ, হেমন্তী মহিলা সমিতি নির্বাহী পরিচালক লাইলী ইসলাম, আইআরডিএফ নির্বাহী পরিচালক রিয়াজুর হক পাটোয়ারি, রাসা নির্বাহী পরিচালক নাজমুল ইসলামসহ আরডিআরএস বাংলাদেশ, টিএমএসএস, এসকেএস, পপি, নজীর এর কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথি দরিদ্র শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণের জন্য এফ এন বিকে ধন্যবাদ দেন এবং সকল উপজেলায় শীত বস্ত্র বিতরণের জন্য অনুরোধ করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।