![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2023/03/IMG_20230316_230627_725-scaled.jpg)
বৃহস্পতিবার (১৬ মার্চ) রাত সাড়ে ৮টায় লালমনিরহাটে পৌর শপিং কমপ্লেক্স-এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট পৌরসভার আয়োজনে পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন-এঁর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান।
এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব শেখ আব্দুল হামিদ বাবু, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সুজন, সম্মিলিত ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ মোকছেদুর রহমান, লালমনিরহাট পৌরসভার প্যানেল মেয়র ও ৮নং ওয়ার্ডের কাউন্সিলর নুরুল ইসলাম, ১, ২, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মিসেস বিউটি রহমান, ৪, ৫, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর সুজাতা বেগম, ৭, ৮, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর ফাতেমা বেগম, ১নং ওয়ার্ডের কাউন্সিলর মোকলেছুর রহমান মুকুল, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর কিসমত আলী, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর আজিজুর রহমান তুহিন, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুস সালাম, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুস ছালাম, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর রবিউল ইসলাম। বক্তব্য রাখেন বিশিষ্ট্য ব্যবসায়ী আলহাজ্ব গোফরান মিয়া, রুস্তম আলী, লালমনিরহাট পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ সোহেল রানা, ২নং ওয়ার্ডের কাউন্সিলর রাশেদুল হাসান রাশেদ, পৌর শপিং কমপ্লেক্স দোকান মালিক গোলাম প্রমূখ। কর্মকর্তা-কর্মচারী, পৌর শপিং কমপ্লেক্স দোকান মালিকগণ উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।