মঙ্গলবার ( ৮ নভেম্বর ) চট্টগ্রামের আনোয়ারা উপজেলার, আনোয়ারা বকতিয়ার শতাব্দী পল্লী উন্নয়ন সমবায় সমিতির উদ্যোগে পবিত্র ঈদে-মিলাদুন্নবী (দ.) মাহফিল ও ওরছে গাউছেপাক (রহঃ) উদযাপন উপলক্ষে ১৪তম বিশাল সুন্নী কনফারেন্স, প্রস্তাবিত মরহুম আক্তারুজ্জামান চৌধুরী মিনি স্টেডিয়াম মাঠ, দোভাষী বাজার সংলগ্ন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর চেয়্যারমান আওলাদে রাসূল (সঃ) পীরে ত্বরিকত, ইমামে আহলে সুন্নাত, আল্লামা সৈয়দ মুহাম্মদ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী আনোয়ারায় আগমনে একেএমবি ওমান কেন্দ্রীয় পরিষদের পক্ষ হইতে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন, ‘এইচ. এম. মোরশেদ আলম, সহ-সভাপতি, ওমান কেন্দ্রীয় পরিষদ,।
এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর মহাসচিব আল্লামা জয়নুল আবেদীন জুবাইর , ভাইস-চেয়ারম্যান অধ্যক্ষ এস.এম.ফরিদ উদ্দীন যুক্তিবাদী, যুগ্ন-মহাসচিব স.ম.হামেদ হোসাইন, মহানগর সভাপতি মুহাম্মদ মজিবুল হক শাকুর, স.ম.শহীদুল ইসলাম ফারুকী, এস.এম.শওকত আজীজ, মহানগর সাধারন সম্পাদক মুহাম্মদ ওয়াহেদ মুরাদ, পটিয়া উপজেলা সাধারণ সম্পাদক মঈন উদ্দীন চৌধুরী হালিম, ইসলামি ছাত্র সেনার কেন্দ্রীয় পরিষদের সহ-সভাপতি মুহাম্মদ আহমেদ রেজা সহ চট্টগ্রাম উওর জেলা- দক্ষিন জেলা মহানগরের নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন।