কুড়িগ্রামের নাগরিকদের সদাশয় সরকারের নির্মোহ পুলিশি সেবা পৌঁছে দিতে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ নভেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কুড়িগ্রামের নাগরিকদের সদাশয় সরকারের নির্মোহ পুলিশী সেবা পৌঁছে দিতে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
কুড়িগ্রাম জেলা প্রশাসক জনাব মোহাম্মদ রেজাউল করিম এর সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ, পুলিশ সুপার জনাব আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, পৌর মেয়র জনাব মোঃ কাজিউল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি জনাব রাজু মোস্তাফিজ সহ কুড়িগ্রাম জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ ও জেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ । কমিটির সম্মানিত সদস্যরা জেলা পরিষদ নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন সহ সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেলা পুলিশকে ধন্যবাদ জানান। সভায় পুলিশ সুপার জনাব আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম সহ উপস্থিত সকলে কুড়িগ্রাম জেলার সন্মানিত নাগরিকেদের কিভাবে আরো সহজে সদাশয় সরকারের নির্মোহ পুলিশি সেবা নিশ্চত করা যায় সেই বিষয়ে বিভিন্ন পরিকল্পনা ও মতামত উপস্থাপন করেন এবং নারী নির্যাতন বন্ধ, মাদক নির্মুল ও সামাজিক সম্প্রীতি রক্ষায় সম্মিলিত প্রয়াস অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।