পৃথক অভিযানে ৫৩ বোতল ইস্কাফ ও ২৫ বোতল ফেন্সিডিল সহ হাতেনাতে কুখ্যাত মাদক কারবারি পূর্বের ৫টি মাদক মামলার আবু বক্কর এবং ০২ টি করে মাদক মামলার আসামী বুলবুল ও জসিমকে গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।

 

শুক্রবার (১১ নভেম্বর)সকাল সাড়ে ১১ টায় পুলিশের সূত্রে জানা যায়, ফুলবাড়ী থানা পুলিশ কর্তৃক গত ১০ নভেম্বর ২০২২ তারিখ আনুমানিক ২১.৪৫ ঘটিকার সময় ফুলবাড়ী থানাধীন কাশিপুর ইউনিয়নের ধর্মপুর (ঢোলেরপাট) গ্রামের কুখ্যাত মাদক কারবারি আবু বক্কর এর বসতবাড়ির সামনে থেকে আবু বক্কর ও বুলবুল আহম্মেদ দ্বয়কে ২৮ বোতল ইস্কাফ সহ হাতেনাতে গ্রেফতার করে ফুলবাড়ী থানার একটি চৌকস টিম।

অন্যদিকে নাগেশ্বরী থানা পুলিশ কর্তৃক আজ ১১ নভেম্বর ২০২২ তারিখ আনুমানিক রাত ০৩.৪৫ ঘটিকায় নাগেশ্বরী থানাধীন পশ্চিম রামখানা মিস্ত্রিটারীর কুখ্যাত মাদক কারবারি মোঃ জসিম উদ্দিন (৪৫) কে ২৫ বোতল ইস্কাফ ও ২৫ বোতল ফেন্সিডিল সহ হাতেনাতে গ্রেফতার করে নাগেশ্বরী থানার একটি চৌকস টিম।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমীন বলেন, কুখ্যাত মাদক কারবারি আবু বক্কর এর পূর্বের ০৫ টি মাদক মামলা ও বুলবুলের বিরুদ্ধে ০২ টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। অন্যদিকে নাগেশ্বরী থানার অভিযানে গ্রেফতারকৃত জসিমের বিরুদ্ধে ০২ টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।