![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/12/IMG-20221221-WA0000.jpg)
পৃথক অভিযানে ৪৯৮ পিস ইয়াবা সহ ০২ জন কে গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।
বুধবার (২১ ডিসেম্বর )সকাল সাড়ে ১০ টায় পুলিশের সূত্রে জানা যায়, নাগেশ্বরী থানা পুলিশ গতরাত ৯টা ১৫ মিনিটে রামখানা ইউনিয়নের নাখারগন্জ বাজারে চয়েস হোটল এর ভিতর নাগেশ্বরী রামখানা বাশেরভিটা গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোঃ আঃ আলিম @ লিটন (৩৩) এর পায়ের স্যান্ডেলের ভিতর বিশেষ কায়দায় লুকানো ৪৮০ পিস ইয়াবা ও বাদক বিক্রয়ের নগদ অর্থ সহ হাতেনাতে গ্রেফতার করে নাগেশ্বরী থানার একটি চৌকস টিম।
অন্যদিকে উলিপুর থানা পুলিশ একই দিনে মাদক, জুয়াসহ পূর্বের ০৮ টি মামলায় অভিযুক্ত আসামী কুখ্যাত মাদক কারবারি উলিপুর বেগমগঞ্জের মোঃ রফিকুল ইসলাম বাচ্চু ১৮ পিস ইয়াবা সহ হাতে নাতে গ্রেফতার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমীন বলেন, মাদক কারবারি চতুরতার সাথে নিজের পায়ের স্যান্ডেলের ভেতর বিশেষ কায়দায় ইয়াবা ফিটিং করে রাখে পরবর্তীতে নাগেশ্বরী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক কারবারি আলিমকে ইয়াবা সহ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। অন্যদিকে উলিপুর থানার অভিযানে পূর্বের ০৮ টি মাদক,জুয়া মামলার অভিযুক্ত ওয়ারেন্টের আসামীকে গ্রেফতার করে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।