৫ ছেলে সন্তান থাকা সত্ত্বেও ৭৫ বছর বয়সী বৃদ্ধা মা রাস্তায়, পুলিশ ৯৯৯ নম্বরে কল পেয়ে উদ্ধার করে পৌঁছে দিয়েছে বাসায়।
কুড়িগ্রাম উলিপুর থানাধীন হাতিয়া গাবুরজান গ্রামে ০৫ ছেলে সন্তানের থাকার পরও ৭৫ বছর বয়সী বৃদ্ধ মা পচন্ড শীতে রাস্তায় পড়ে থাকেতে দেখে স্থানীয় লোকজন জাতীয় জরুরী সেবা “৯৯৯” ফোন দেয়। পরবর্তীতে ৯৯৯ নম্বর থেকে সংবাদ পেয়ে উলিপুর থানা পুলিশ তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উক্ত বৃদ্ধ মহিলাকে উদ্ধার করে। বৃদ্ধা মাকে উদ্ধার করে উলিপুর থানার নারী, শিশু,বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এর মাধ্যমে স্থানীয় জনপ্রতিনিধির উপস্থিতিতে তার সন্তানদের ডেকে বিষয়টি তাৎক্ষণিক সমাধান করে পুলিশ। জানা গেছে, এখন থেকে বৃদ্ধা মহিলা তার মেয়ের জিম্মায় থাকবে এবং ছেলে সন্তানেরা তার মায়ের ভরনপোষণের অর্থ প্রদান করবে মর্মে পুলিশের কাছে অঙ্গীকারবদ্ধ হন তারা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।