![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/11/Screenshot_20221115-125956_1.jpg)
লালমনিরহাটে ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে লালমনিরহাট জেলা প্রশাসনের আয়োজনে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর। এ সময় লালমনিরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল কাদের, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছাঃ দিলশাদ জাহান, সিনিয়র সহকারী কমিশনার লায়লা জান্নাতুল ফেরদৌস, সহকারী কমিশনার মোঃ মাহবুবুর রহমান, সহকারী কমিশনার নাজিয়া নওরীন প্রমুখ সহ সকল সাংবাদিক বৃন্দু উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক বলেন, মন্ত্রী পরিষদ বিভাগ ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তত্ত্বাবধানে এটুআইয়ের উদ্যোগে জেলা প্রশাসনের আয়োজনে আগামী ১৬ ও ১৭ নভেম্বর লালমনিরহাটের কালেক্টরেট মাঠ চত্ত্বরে ২দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ অনুষ্ঠিত হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।