দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে বুরো বাংলাদেশ।

লালমনিরহাটে বুরো বাংলাদেশ এর অর্থায়নে জেলা প্রশাসক লালমনিরহাট ও উপপরিচালক স্থানীয় সরকার এর উপস্থিতিতে বুধবার (১১ জানুয়ারি ) জেলা সদরের বত্রিশ হাজারী প্রাথমিক বিদ‍্যালয়ের মাঠে সকাল ১১টায় শীতার্থ, অসহায় ও দুঃস্থদের মাঝে ৩০০ টি কম্বল বিতরন করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ উল‍্যাহ ও স্থানীয় সরকার উপপরিচালক মোঃ রফিকুল ইসলাম। বুরো বাংলাদেশ এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন, রংপুর বিভাগীয় ব‍্যবস্থাপক মোঃ সাইদুর রহমান রিপন, রংপুর আঞ্চলিক ব‍্যবস্থাপক মোঃ বাহাদুর আলম, লালমনিরহাট এলাকায় ব‍্যবস্থাপক মোঃ ছানোয়ার হোসেন, লালমনিরহাট শাখা ব‍্যবস্থাপক মোঃ প্লাবন হাসান, সদর শাখা ব‍্যবস্থাপক মোঃ মাসুদুর রহমান , বড়বাড়ি বাজার শাখা ব‍্যবস্থাপক মোঃ কামরুজ্জামান, কাঠালবাড়ি শাখা ব‍্যবস্থাপক মোঃ আমিনুর রহমান, ভেলাবাড়ি শাখা ব‍্যবস্থাপক আবুল বাসার মন্ডল ও এলাকার অন‍্যান‍্য ব‍্যক্তিবর্গ সহ অনেকেই উপস্থিত ছিলেন।