ঠাকুরগাঁওয়ে যুব নেতৃত্ব বিকাশ ও স্বেচ্ছাসেবকদের উন্নয়নে ভিএসও বাংলাদেশের সহযোগীতায় ও যুব ফোরাম রংপুরের আয়োজনে ও জেলা যুব ফোরামের বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ২২ জানুয়ারি) ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ল্যাম্প পোস্ট পাঠাগাড়ে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় যুব ফোরামের সভাপতি মোঃ জামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন রংপুর বিভাগীয় যুব ফোরামের সাধারন সম্পাদক আব্দুল মোমিন, সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদ ইসলাম সুজন।সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলা যুব ফোরামের সভাপতি হাবিবুর রহমান হাবিব । সঞ্চালন করেন ঠাকুরগাঁও জেলা যুব ফোরামের সাধারন সম্পাদক শাহাদাত হোসেন নিশাত। এসময় ঠাকুরগাও সদর উপজেলা সভাপতি মনোরঞ্জন ঘোষ,পীরগঞ্জ রাইসুল রহমান,হরিপুর উপজেলা সাধারন সম্পাদক সিরাজুম মুনিরাসহ উপজেলা সভাপতি আইরিন আক্তারসহ ৫ উপজেলার সভাপতি সাধারন সম্পাদক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে জেলা ও উপজেলা প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে ৩১সদস্য বিশিষ্ট জেলা ফোরাম পূর্ণগঠন করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।