লালমনিরহাটে সামাজিক কর্মকাণ্ড ও সেচ্ছাসেবক মূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতা মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯মে) সকাল ১১টায় লালমনিরহাট যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এ জনসচেতনতা মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট যুব উন্নয়ন অধিদপ্তরে উপ পরিচালক জনাব মোঃ আব্দুল মজিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা প্রধান কার্যালয় যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক( পরিকল্পনা ) জনাব মোঃ সেলিমুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা কার্যালয় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে সহকারী পরিচালক জনাব খায়রুল বাশার। এ সময় উস্থিত ছিলেন জনসচেনতামূলক প্রশিক্ষণ গ্রহণকারী আগ্রহীরা।
ঢাকা প্রধান কার্যালয় যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক( পরিকল্পনা ) জনাব মোঃ সেলিমুল ইসলাম তার বক্তব্যে বলেন, যুব সমাজ আগামী প্রজন্মের ভবিষ্যৎ। এসময় তিনি যুব প্রশিক্ষণ এর বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করেন এবং বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।