নিজস্ব প্রতিবেদক:
লালমনিরহাট পৌরসভার আপন পাড়ায় জঙ্গিবাদ, সন্ত্রাস, বাল্যবিবাহ, যৌতূক, ও শিশু শ্রম বিষয়ে জনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি ) দুপুর ১২ টায় হায়দার এগ্রো ইন্টিগ্রেটেড ফার্ম এর আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মো: হায়দার আলী। আরো উপস্থিত ছিলেন হাবিবা বেগম, মোছা: জান্নাতি বেগম, মোছা: খাদিজা বেগম ও আরো অনেকে।
প্রধান আলোচক বলেন, একমাত্র মা বাবাই পারেন সন্তান কে জঙ্গি বাদ ও সন্ত্রাসী কাজ থেকে দূরে রাখতে। কারণ মা বাবা সন্তান কে যে ভাবে গড়াতে চান সে ভাবেই গড়াতে পারেন। শুধু দিতে হবে একটু সময়। সন্তান বাহিরে এবং পড়ার টেবিলে কি করছে তা খেয়াল রাখতে হবে।
তিনি আরো বলেন বাল্যবিবাহ, যৌতুক ও শিশুশ্রম সমাজের জন্য হুমকি স্বরুপ। বাল্যবিবাহ ও যৌতুকের কারনে অনেক ছেলেমেয়ের জীবন নষ্ট হচ্ছে। প্রতি নিয়ত বাড়ছে তালাক ও আত্বহত্যার সংখ্যা। শিশু শ্রমের কারনে ছোট ছোট সোনামনিদের জীবন নষ্ট হচ্ছে। আসুন আমরা শপথ নেই জঙ্গিবাদ, সন্ত্রাস, বাল্যবিবাহ, যৌতুক ও শিশু শ্রমকে না বলি এবং এদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলি।
সব শেষে তিনি আরো বলেন, দেশ এখন ধাবিত হচ্ছে ম্মাট বাংলাদেশের দিকে। আসুন আমরা সকলে মিলে দেশের জন্য কাজ করি এবং দেশের উন্নয়নের সহযোগীতা করি। পরি শেষে সকলের সু-স্বাস্থ্য কামনা করে বক্তব্য শেষ করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।