বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুর ২টায় লালমনিরহাট জেলা শহরের মোগলহাট রেল গেট চত্ত্বরে মানবিক বাংলাদেশ সোসাইটির চেয়ারম্যান আদম তমিজ হকের নির্দেশে- মানবিক বাংলাদেশ সোসাইটি লালমনিরহাট জেলা শাখার আয়োজনে হৃদয়ে বঙ্গবন্ধু ধারণ করে মানবিক বাংলাদেশ সোসাইটি লালমনিরহাট জেলা কমিটির পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে পথ শিশু ও দুস্থ্যদের মাঝে ৩শতাধিক পথ শিশু ও দুস্থ্যদের মাঝে খাবর বিতরণ  অনুষ্ঠিত হয়।

খাবার বিতরণ করেন মানবিক বাংলাদেশ সোসাইটি লালমনিরহাট জেলা শাখার উপদেষ্টা ও লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন, মানবিক বাংলাদেশ সোসাইটি লালমনিরহাট জেলা শাখার উপদেষ্টা ও লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, মানবিক বাংলাদেশ সোসাইটি লালমনিরহাট জেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম, সহসভাপতি মিজানুর রহমান মিঠু, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম হীরা, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন আহমেদ মিরাজ, সাংগঠনিক সম্পাদক বিপ্লব হাসান, মানবিক বাংলাদেশ সোসাইটি লালমনিরহাট সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ওয়াদুদ ইসলাম সীমান্ত, সাংগঠনিক সম্পাদক নয়ন প্রমুখ।