লালমনিরহাট জেলা কর্তৃক আয়োজিত ফুলকুঁড়ি আসরের ৪ যুগ পূর্তি উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।’শিক্ষা সেবায় আনন্দ , গড়বো নতুন দিগন্ত’জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের ৪ যুগ পূর্তি উদযাপন উপলক্ষে লালমনিরহাট জেলা শাখা কতৃক আয়োজিত মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির উদ্ভোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।অনুষ্ঠানে লালমনিরহাট জেল শাখা পরিচালক সানভি রহমান মুরাদের ব্যবস্থাপনায় ও শাখা সহকারী পরিচালক ফারহান ইসলামের সঞ্চালনায় উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাসব্যাপী কর্মসূচীর শুভ উদ্ভোধন করেন কেন্দ্রীয় আসরের পাঠাগার সম্পাদক এইচ এম আতিকুজ্জামান । উদ্ভোধনী অনুষ্ঠান লালমনিরহাট জেলা শাখা সংগঠক ও ফুলকুঁড়িদের সরব উপস্থিতিতে মুখরিত ছিলো।প্রধান অতিথি বলেন, বর্তমান প্রজন্মের শিশুরা মোবাইলে আসক্ত সহ বিভিন্ন খারাপ অপসংস্কৃতির দিকে তারা ঢুকে পরে। এ থেকে ফিরে আসার জন্য ফুলকুঁড়ি আসরের আয়োজন বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতার প্রতি তাদের গুরুত্বসহ ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানাই তার বক্তব্য শেষ করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।