লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপির উদ্যেগে যুব নারীদের মাঝে সেলাই মেশিন ও পঙ্গু লোকজনের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ মে) লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে অর্ধ শতাধিক সুবিধাভোগীদের মাঝে এ সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ করা হয়।হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপির পক্ষে এসব সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।