বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুর ১টায় লালমনিরহাট সদরের পশ্চিম হাড়ীভাঙ্গা এলাকার দারুণ উলুম বাবুস সালাম মাদরাসার এতিম শিশুদের মাঝে ও জেলার প্রাণকেন্দ্র মিশন মোড় গোল চত্ত্বরে রিক্সা চালকদের মাঝে লালমনিরহাট সদর উপজেলা যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম-এঁর আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ১০২তম শুভ জন্মদিন উপলক্ষে খাবার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
খাবার বিতরণ করেন লালমনিরহাট সদর উপজেলা যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম। এ সময় জেলা যুবলীগের সহসভাপতি সরাফত আলী পেয়ারা, দপ্তর সম্পাদক এ্যাডঃ ইকবাল হোসেন মামুন, শ্রমিক নেতা আবুল কালাম আজাদ, লালমনিরহাট সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বিটু, সহসভাপতি লিয়ন দুলাল, মিন্টু  মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল লতিফ, পৌর যুবলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক নয়ন, সদর উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক দুলু, বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন লাভলুসহ অন্যান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।