এন এম রায়হান | স্টাফ রিপোর্টার: ফোন করলে পৌঁছে যাচ্ছে অক্সিজেন সেবা রুগির বাসায় চালু করা হয়েছে হটলাইন নাম্বার 01910680819 /01969249011 / 01982444057 যে কোন নাম্বারে ফোন দিলে তাদের অক্সিজেন সেবা পাবেন।

অভয়নগর ব্লাড ডোনার ক্লাব ( Abhaynagar Blood Doner Club) এর উদ্যোগে অভয়নগরে চালু হয়েছে অক্সিজেন সেবা।

ক্লাবের একজন অন্যতম উপদেষ্টা রবিউল হাসান রবি’র চেষ্টায় এবং ডাঃ এস এম মাহমুদুর রহমান রিজভী’র সার্বিক দিকনির্দেশনায় সেচ্ছাসেবকরা দৌড়ে বেড়াচ্ছেন অক্সিজেন সিলিন্ডার নিয়ে।

 

করোনা রোগী থেকে শুরু করে অক্সিজেন স্বল্পতা  থাকা যেকোনো রোগী কল দিলে পাচ্ছে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার।এতে করে রোগীরা খুব উপকৃত হচ্ছে,একজন রোগীর কাছে থেকে জানতে পারি,তারা এই সেবা পেয়ে অনেক উপকৃত হয়েছেন।

ক্লাবের একজন অন্যতম সেচ্ছাসেবক আল-মামুন বলেন,আমরা সর্বোচ্চ চেষ্টা করছি,অক্সিজেন সেবা দিয়ে মানুষের পাশে থাকতে।কিন্তু সিলিন্ডার এর সংখ্যা কম হওয়ায় সম্পুর্ন সম্ভব হচ্ছে না।

সংগঠনের সদস্যদের প্রত্যাশা, সমাজের বিত্তবান,  সহৃদয়বান ব্যক্তি অক্সিজেন সিলিন্ডার দিয়ে সহায়তা করুন, এগিয়ে আসুক মানব সেবায়,

যারা সাহায্য করতে ইচ্ছুক; উপরে দেওয়া কন্টাক্ট নান্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে অর্গানাইজেশনটি।

সর্বশেষ সকলের দুআ ও আর্শিবাদ প্রত্যাশীত সদস্যারা।