মোঃ রাকিব হাসান: রাষ্ট্রীয় বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর কর্মকর্তা সমিতির ১৮ তম কার্যনিবাহী পরিষদ নির্বাচন গত ২ ডিসেম্বর ২০২১, বৃহস্পতিবার আইসিবি এর প্রধান কার্যালয় এবং শাখা কার্যালয় কর্মরত সকল কর্মকর্তাদের নিয়ে শান্তিপূর্ণ এবং জাঁকজমকপূর্ণ পরিবেশে প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

উক্ত নির্বাচনে ২০২১-২৩ মেয়াদে অর্থাৎ আগামী ২ বছরের জন্য সভাপতি পদে মো: শরিকুল আনাম, সহ সভাপতি পদে তোরাব আহম্মদ খান চৌধুরী, সাধারণ সম্পাদক পদে মো. জহিরুল ইসলাম খান, কোষাধ্যক্ষ পদে মো: সোহাগ মিয়া এবং নির্বাহী সদস্য পদে মো: সামছুল আলম আকন্দ, ফকরদ্দিন হাওলাদার এবং মো: মাসুম বিল্লাহ বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।

এছাড়াও সহকারী সাধারন সম্পাদক পদে মো: মহিউদ্দীন, সাংগঠনিক সম্পাদক পদে হুমায়ুন কবির, দপ্তর সম্পাদক পদে এস,এম, সাইকুল আলম, প্রকাশনা সম্পাদক পদে সুজন মোল্লা, সাংস্কৃতিক সম্পাদক পদে রাজন মিয়া, নাট্য সম্পাদক পদে মো: আকবর হোসেন, ক্রীড়া সম্পাদক পদে আতিয়ার হোসেন ফাহাদ, আপ্যায়ন সম্পাদক পদে খালেদ মোর্শেদ মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।