আজ ২৩ শে জুন বাংলাদেশ আওয়ামী লীগের গৌরবোজ্জ্বল প্রতিষ্ঠা বার্ষিকী। ১৯৪৯ সালের ২৩ শে জুন ঢাকার ঐতিহাসিক রোজ গার্ডেনে এক সময়ের প্রয়োজনে গণতান্ত্রিক উপাখ্যান ঘটে বাংলাদেশ আওয়ামী লীগের।

বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে সবুজে শ্যামল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নড়াইল জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ বৃক্ষরোপণ কর্মসূচী পালন করেন।

এ সময়ে উপস্থিত ছিলেন নড়াইল জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক আকাশ ঘোষ রাহুল, উপ ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক শেখ সাকিব হাসান, উপ গণশিক্ষা বিষয়ক সম্পাদক, সহ-সম্পাদক শামিম বিশ্বাস, সহ-সম্পাদক, দিপ্ত সর্কার সদস্য নীতা কুন্ডু সহ অনেকে।

এ সময়ে উপস্থিত নেতারা বলেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা ও সবুজে শ্যামল সোনার বাংলাদেশ গড়তে হলে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে আসছি।

তারই ধারাবাহিকতায় আজকের ঐতিহাসিক দিনে বৃহৎ পরিসরে স্বাস্থ্যবিধি মেনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছি।