বৈশ্বিক মহামারি করোনায় কঠোর লকডাউনে বরগুনার আমতলীতে দুস্থ, অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে মানবিক কর্মসূচির অংশ হিসেবে খাবার বিতরণ করেছে বাংলাদেশ হিউম্যানিটরিয়ার ইয়ুথ অর্গানাইজেশন(ভায়ো)। শনিবার (৭ আগষ্ট) দুপুরে আমতলী শহরের বিভিন্ন মোড়ে সংগঠনের সদস্যদের নিয়ে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সাইদুর রহমান বলেন, বাংলাদেশ হিউম্যানিটরিয়ার ইয়ুথ অর্গানাইজেশন সংগঠন নিজস্ব অর্থায়নে প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষা বঞ্চিত শিশু, মানসিক ভারসাম্যহীন ব্যাক্তিদের নিয়ে জন্য কাজ করছে। খাবার বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন,
এনএসএস’র পরিচালক সাহাবুদ্দিন পান্না, বিডি২৪লাইভ.কমের নিউজ ইনচার্জ নাহিদুর রহমান, বাংলাদেশ মফম্বল সাংবাদিক ফোরামের আমতলী সভাপতি মনিরুল ইসলাম ,বাংলাদেশ মফম্বল সাংবাদিক সোসাইটি বরগুনা জেলা সভাপতি জিয়া সিদ্দিকী, বাংলাদেশ মফম্বল সাংবাদিক সোসাইটি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সাইফুল্লাহ নাসির। আরো ছিলেন, বাংলাদেশ হিউম্যানিটরিয়ার ইয়ুথ অর্গানাইজেশন এর সাধারণ সম্পাদক মহিউদ্দিন লিমন, আমতলী উপজেলা সমন্বয়ক তাসনুভা ইসলাম মিম, সাকিবুল ইসলাম সাকিব, বরগুনা জেলা কমিটির সহ সাধারণ সম্পাদক লিমন চন্দ্র, মাহমুদ শাওন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।