এন এম রায়হান | নিজেস্ব প্রতিনিধি : খুলনা অক্সিজেন ব্যাংকের সহযোগিতায় আলোর প্রদীপ অক্সিজেন ব্যাংক কেশবপুর এর শুভ উদ্বোধন হলো আজ। আলোর প্রদীপ অক্সিজেন কেশবপুর এর উদ্যোগে আজকে চালু হয়েছে অক্সিজেন সেবা যারা সার্বিক সহযোগিতায় ছিলো খুলনা অক্সিজেন ব্যাংক । ফোন করলেই পেয়ে যাবেন বিনামূল্যে অক্সিজেন সেবা।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মো:খালেদুর রহমান(তিতাস) তিনি সংগঠনের সকল সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনা এবং সাথেই সাথে সকল সদস্যদের প্রতি ভালোবাসা জানান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল মজিদ, সভাপতিত্ব করেনঃ নাঈম ইসলাম (সভাপতি, আলোর প্রদীপ অক্সিজেন ব্যাংক) সার্বিক পরিচালনায় ছিলেনঃ সুজন হোসেন এ সময় আর উপস্থিত ছিলো সংগঠনের সকল সদস্যবৃন্দ- এন এম রায়হান, নাজমুল, মামুন, রনি, সুশান্ত, সালমান,বাদশা, শুভ,সোহরাভ,এনামুল,সাঈদ, রুনা খাতুন,উর্মি খাতুন,নয়ন,বাহাদুর,ইমরান সহ আরও অনেকই।
এখন থেকে কেশবপুরে করোনা রোগী থেকে শুরু করে অক্সিজেন সল্পতায় থাকা যেকোনো রোগী কল দিলে পাচ্ছে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার,আমরা সর্বোচ্চ চেষ্টা করছি,অক্সিজেন সেবা দিয়ে মানুষের পাশে থাকতে।
কিন্তু সিলিন্ডার এর সংখ্যা কম হওয়ায় সম্পুর্ন সম্ভব হচ্ছে না।এ অবস্থায় যদি কোন সহৃদয়বান ব্যক্তি আমাদের কে অক্সিজেন সিলিন্ডার দিয়ে সহায়তা করতে চান,তাহলে দয়া করে আমাদের সাথে যোগাযোগ করবেন।সকলে আমাদের জন্য দোয়া করবেন যেন এভাবেই আমরা মানুষের সেবায়।
যোগাযোগঃসুজন-০১৭০৮-০৩৬১২৫, নাঈম-০১৭৯৮-৫৩৫৪৭৯, নাজমুল-০১৭২১-৯৪৫১৩৯
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।