ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় রেড ক্রিসেন্ট সোসাইটির ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ঈশ্বরগঞ্জ উপজেলা সম্মেলন কক্ষে আজ বিকালে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজা জেসমিন কে ফুলেল শুভেচ্ছা জানানোর মাধ্যমে অরিয়েন্টেশন সভার কার্যক্রম শুরু হয়।
রেড ক্রিসেন্ট ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার ফয়সল আহমেদের সভাপতিত্বে এবং মোফাক্কারুল ইসলাম সোহেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজা জেসমিন, ময়মনসিংহ জেলা রেড ক্রিসেন্টের যুব প্রধান নাজমুল হক সরকার, ময়মনসিংহ জেলা রেড ক্রিসেন্টের সদস্য মোস্তফা কামাল পাশা, প্রান্ত, আনোয়ার হোসেন সাকিব, রেড ক্রিসেন্ট ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সাইফুল ইসলাম, এহসানুল, অনুপ চন্দ্র দে, আল মামুন, আবু হানিফ, উজ্জ্বল, নানক, চান মিয়া প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।