

মেহেদী হাসান, রবিবা: উল্লাপাড়া উপজেলা থেকে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন ”উল্লাপাড়া পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (ইউপিইউএসএ)”-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
নতুন এই কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো: হাবিবুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদুল হাসান নয়ন।
বুধবার (১২মার্চ) সংগঠনটির সাবেক সভাপতি মো: আল্লামা ইকবাল পলাশ এবং সাধারণ সম্পাদক মো: সুমন হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য নতুন এই কমিটি অনুমোদন দেয়া হয়।
কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শ্রী পুশরাম চন্দ্র, যুগ্ম-সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাহিদ ইসলাম, কোষাধ্যক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মো: রুহুল আমিন
নবগঠিত কমিটির সভাপতি মো: হাবিবুর রহমান বলেন, শুরু থেকেই এই সংগঠনের প্রতি অফুরন্ত আবেগ এবং ভালোবাসা ছিল। বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ থেকেই এই সংগঠনের সাথে কাজ করছি। বর্তমানে সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব আমার উপর অর্পিত হয়েছে। শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা খুঁজে বের করে, সেই প্রতিভাকে কাজে লাগাতে আমরা সবাই একত্রিতভাবে সৃজনশীল কাজ করে যাব।
তিনি আরো বলেন, সংগঠনকে সুসংগঠিত করে সামাজিক ও সেবামূলক কার্যক্রম হাতে নিবে সংগঠনটি। সকল শিক্ষার্থীদের সাথে নিয়ে আমি আমার দায়িত্ব পালন করবো এবং শিক্ষার্থীদের যেকোন সহায়তায় আমরা পাশে থাকবো ইনশা আল্লাহ।
সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নয়ন বলেন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন শিক্ষার্থীদের জ্ঞানচর্চাকে অনেক বেশি প্রভাবিত করে। আমাদের এই সংগঠন শিক্ষার্থীদের সৃজনশীল কর্মকান্ডকে বিকশিত করে আত্মনির্ভরশীলতা এবং সময়োপযোগী হিসেবে গড়ে তুলতে কাজ করবে। পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক এবং জাতীয় উন্নয়নে অবদান রেখে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, সংগঠনটি ২০২১ সালে যাত্রাশুরু করে এখন পর্যন্ত ইফতার মাহফিল, পুনর্মিলনী, সামাজিক ও সেবামূলক নানা কার্যক্রম পরিচালনা করছে।

ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।