যশোরের কেশবপুরে মহান বিজয় দিবস-২০২২ উপলক্ষে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৮ ডিসেম্বর (রবিবার) বিকেলে সেচ্ছাসেবী সামাজিক সংগঠন এস আর ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা ক্রীড়া সংস্থার হলরুমে ওই শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে এস আর ফাউন্ডেশনের উপ-পরিচালক সুফিয়া পারভীন শিখা সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে এস আর ফাউন্ডেশনের পরিচালক এস এম গোলাম কিবরিয়ার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা যুব উন্নয়ন অফিসার পুলোক কুমার সিকদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, আল হাদিদ ফাউন্ডেশন ও জি এম মুবিন এগ্রো ফিডের পরিচালক ইমরান হুসাইন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এস আর ফাউন্ডেশনের দপ্তর সম্পাদক ইনামুল হাসান নাঈম।
এ সময় উপস্থিত ছিলেন এস আর ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, সদস্য ইসমাইল হোসেন, কিশোর মন্ডল ও রোকুনুজ্জামান, তরিকুল ইসলাম, রুদ্র, লিমন, মারুফ হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীবৃন্দ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।