নিজস্ব প্রতিনিধি: ঐক্য-বন্ধনের উদ্যোগে সৃজনশীল, জ্ঞানী ও স্মার্ট জনশক্তি তৈরীর লক্ষ্যে স্কুল ও মাদ্রাসা পর্যায়ে মতবিনিময় কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আজ যশোর সদর উপজেলার বলাডাঙ্গা কাজিপাড়া নুরানি হাফিজয়া মাদ্রাসা ও এতিম খানায় ১০০ জন শিক্ষার্থীকে গজল,কিরাত,হামদ,কুইজ প্রতিযোগিতা নেওয়া হয়। এছাড়াও প্রযুক্তি সম্পর্কে ধারণা,স্মার্ট মানুষ তৈরী সহ অন্যন্য বিষয়ে মতবিনিয় করা হয়।অনুষ্ঠান শেষে সকলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহ্বায়ক ইনজামুল হক রিমু।পরিচালনা করেন সদস্য সচিব আশিকুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন সদস্য ইমন,মুহিন,হযরত, প্রমুখ।
এব্যাপারে জানতে চাইলে সংগঠনের প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান বলেন, ঐক্য-বন্ধনের এই কার্যক্রম চলতে থাকবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।