কাবুলে একটি মসজিদে বুধবার (১৭ আগস্ট) দিবাগত রাতে এশার নামাজের সময় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত হয়েছেন।
আহতের সংখ্যা দুই ডজনেরও বেশি। হতাহতের প্রকৃত সংখ্যা জানা না গেলেও লাশের সারি বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিহতদের মধ্যে ওই মসজিদের ইমামও রয়েছেন।
তালেবানের কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরানকে উদ্ধৃত করে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, শহরের উত্তর-পশ্চিমের একটি মসজিদে এ বিস্ফোরণ হয়েছে।
কাবুলে হাসপাতাল পরিচালনা করছে ইতালিভিত্তিক একটি এনজিও জানিয়েছে, তারা অন্তত সেখান থেকে ২৭ জন আহতকে পেয়েছেন, যাদের মধ্যে অন্তত তিন জন মারা গেছেন।
স্থানীয় পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের তীব্রতা এতটা ছিল যে আশেপাশে বাড়ির জানালা কেঁপে ওঠে। ঘটনাস্থলে দ্রুত অ্যাম্বুল্যান্স পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।