কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার ব্যাংক ও হাইফ্লো নেজ্যাল ক্যানালো স্থাপন উদ্বোধন করা হয়েছে।
শনিবার দুপুরে যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন,
পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান প্রমুখ।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেন বলেন, মুমূর্ষ রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে স্থাপন করা অক্সিজেন সিলিন্ডার ব্যাংক ও হাইফ্লো নেজ্যাল ক্যানালোর মাধ্যমে খুবই উপকার হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।