মোঃ জসিম উদ্দিন; খানসামা (দিনাজপুর)প্রতিনিধিঃ স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করার লক্ষ্যে দিনাজপুরের খানসামা উপজেলায় সেচ্ছাসেবী সংগঠন “খানসামা রক্তদান গ্রুপ” এর উদ্যোগে ‘ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন ও সচেতনতা মূলক কর্মসূচিি অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৬ জুন) সকাল ১০টায় উপজেলার ভাবকি ইউনিয়নের চককাঞ্চন প্রাইমারী স্কুলের মাঠে অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ভাবকি ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন উক্ত ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য আলতাফ হোসেন ও চককাঞ্চন স্কুলের প্রধান শিক্ষক মিজানুর ইসলাম।
ব্লাড ডোনেশন গ্রুপ রানীরবন্দর এর সার্বিক সহযোগিতায় ও সংগঠনের সভাপতি আরিফুল হাসান আরাফাত ও সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান এর পরিচালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শারমিন বিনতে সালাম, ফজর আলী,এজাজুল ইসলাম,আরিফ,তিথী রায়,আবু তালেব প্রমুখসহ অন্যান্য স্বেচ্ছাসেবকরা ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রক্তদানের প্রয়োজনীয়তা, গুরুত্বসহ বিভিন্ন সচেতনতামূলক আলোচনা করা হয়। এছাড়া মানুষকে রক্তদানে উদ্বুদ্ধ করা হয়। কর্মসূচীতে ৪ শতাধিক রক্তের গ্রুপ নির্ণয় করেন সংগঠনটির স্বেচ্ছাসেবকরা।
এ বিষয়ে সংগঠনটির সভাপতি আরিফুল হাসান আরাফাত জানান, ‘রক্তদান-রক্তগ্রহণের জন্য রক্তের গ্রুপ জানা আবশ্যক। এই কথাকে মাথায় রেখে আমরা বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আজ হাতে নিয়েছি মানুষকে সচেতন করতে। আমরা চাই এলাকার সবাই নিজ নিজ রক্তের গ্রুপ জানুক এবং একে অন্যের বিপদে এগিয়ে আসুক রক্তদানের মাধ্যমে।’ প্রসঙ্গত, “রক্ত দিন,জীবন বাঁচান” “প্রুস্তত থাকে যদি কমপক্ষে ২জন রক্তদাতা,থাকবে গর্ভবতী মায়ের নিশ্চয়তা”।
এ স্লোগানকে ধারণ করে যাত্রা শুরু করা সংগঠনটি এর আগেও কিছু ব্যতিক্রমী কাজ করে আলোচনায় এসেছে। যার মধ্যে অন্যতম হচ্ছে স্বেচ্ছায় রক্তদান করা। তাছাড়া দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ, বৃক্ষরোপণ, এতিমদের মধ্যে শীতবস্ত্র বিতরণ, মানবতার দেয়াল, অজ্ঞাত রোগীদের চিকিৎসার ব্যবস্থা অন্যতম।
এমন একটি সুন্দর আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতে এমন সকল আয়োজনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন ক্যাম্পেইনে আগত অতিথিবৃন্দ। সংগঠনটির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ব্লাড ক্যাম্পিং নিয়ে যাদের সাথেই আলোচনা করেছি সবাই অনেক সাপোর্ট করছে। সেই সকল বন্ধু, চাচা, বড়ভাইদের সঙ্গে নিয়ে ক্ষুদ্র একটা সংগঠন ‘খানসামা রক্তদান গ্রুপ’ এ-র যাত্রা শুরু করেছি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।