দিনাজপুরের খানসামা উপজেলায় সেচ্ছাসেবী সংগঠন “মানব কল্যান সেবা সংঘ” এর উদ্যোগে এতিম ছাত্রদের মাঝে কিছু নুরানি কায়দা উপহার হিসেবে বিতরণ করা হয়েছে। ৩ আগস্ট শুক্রবার বিকাল ৫ ঘটিকার সময় উপজেলার খামার পাড়া ইউনিয়নের চেহেলগাজি কেরাতুল কোরআন হাফেজিয়া মাদরাসার এতিম ছাত্রদের মাঝে এসব নুরানি কায়দা উপহার স্বরুপ বিতরণ করা হয়েছে।

এসময় মাদ্রাসার শিক্ষক হাফেজ মোঃ ইউনুস আলী ও মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে কায়দা তুলে দেন সংগঠনের সাধারণ সম্পাদক আনিসুর রহমান ও প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম।

অন্যদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি মো: জসিম উদ্দিন, উপদেষ্টা মন্ডলীর সদস্য মুসফিকুর রহমান, সদস্য বেলাল,খালেদ,আব্দুর রশিদ প্রমূখ। সবশেষে দোয়া আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।