বি এম, হিরু মিয়া | ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান নূর-উর-রহমানকে সংবর্ধনা প্রদাণ করা হয়েছে।শনিবার সকালে ঝিনাইদহ রেডক্রিসেন্ট সোসাইটির কার্যালয়ে এ সংবর্ধনা প্রদাণ করা হয়।
এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সংবর্ধিত অতিথি নূর-উর-রহমান ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,ঝিনাইদহ ইউনিট এর সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস,সাধারণ সম্পাদক জে এম রশীদুল আলম,সহ-সভাপতি মাহমুদুল ইসলাম ফোটন,নির্বাহী সদস্য এনামুল হক এনাম, মোবাশ্বের হোসেন পল্টু,রোকনুজ্জামান প্রমুখ। আলোচনা সভার শুরুতে নূর-উর-রহমানকে ঝিনাইদহ ইউনিট’র পক্ষ থেকে ফুল ও ক্রেস্ট নিয়ে সংবর্ধনা প্রদাণ করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।