বেসরকারি সংস্থা নারী ঐক্য উন্নয়ন সংঘের আয়োজনে ও বেসরকারি সংস্থা এএলআরডি’র সহযোগিতায় শনিবার (১৯ জুন) বিকেলে সদর উপজেলার শ্রীকৃষ্ণপুর শাপলা-সীতা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আলোচনা সভা ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়।

নারী ঐক্য উন্নয়ন সংঘ’র নির্বাহী পরিচালক দীপালী খালকো’র সভাপতিত্বে ও সাঁওতাল ও আদিবাসী পরিষদ নেতা ঢেনা মুরমু’র উপস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে ঠাকুরগাঁও পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আ’লীগের সভাপতি দোলন মজুমদার, সাঁওতাল ও আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক সুমন হেমরম, নারী ঐক্য উন্নয়ন সংঘ’র সাধারণ সম্পাদক বিনা তিগ্যাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সাঁওতাল বিদ্রোহ সিঁধু-কানু দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে আদিবাসী সম্প্রদায়ের মানুষের মাঝে দুইশত পঞ্চাশটি বিভিন্ন জাতের ফলজ গাছের চারা বিতরণ করা হয়।

উল্লেখ্য, বেসরকারি সংস্থা নারী ঐক্য উন্নয়ন সংঘ’র উদ্যোগে বিনামূল্যে প্রায় ২৫০টি চারা গাছ বিতরণ করা হয়েছে । পর্যায় ক্রমে আরো চারাগাছ বিতরণ করব আমরা এমনটাই জানিয়েছেন দীপালী খালকো।