ঠাকুরগাঁওয়ে বিনামুল্যে চক্ষু ক্যাম্প
স্বাধীনতার ৫০ বছর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ঠাকুরগাঁওয়ে ফ্রি চক্ষু ক্যাম্প অুনষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার জেলা সেচ্ছাসেবক দলের আয়োজনে জেলা বিএনপি কার্যালয়ে এ সেবা প্রদান করা হয়।
সকাল আটটায় ফ্রি চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী। অনুষ্ঠানে অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন, দপ্তর সম্পাদক মামুন অর রশিদ, সদর উপজেলার সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মোঃ নুরুজ্জামান নুর, সাধারণ সম্পাদক সোহেল রানা, সদর উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি আজমগীর হক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামু, পৌর সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন, সাংগঠনিক সম্পাদক আল মামুনসহ অনেকে।
শীর্ষ নেতারা। চক্ষু ক্যাম্পে রাজধানী ঢাকাসহ স্থানীয় চিকিৎসকরা রোগীদের চোঁখের ছানি অপারেশনসহ বিভিন্ন সমস্যার চিকিৎিসা প্রদান করেন। পাশাপাশি বিনামুল্যে চশমা ও ওষুধ বিতরণ করা হয়। এতে জেলার ৬ শতাধিক রোগী এ চক্ষু সেবা গ্রহন করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।