জাকিউর রহমান ,ঢাকা প্রতিনিধি:-

গত ২৬ ডিসেম্বর ২০২২ইং সোমবার, আগামী এক বছরের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটির কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেয়া হয়েছে। শিবলী হাসান জয়কে সভাপতি ও এ.এস.এম. কামরুল ইসলাম কে সাধারণ সম্পাদক করে ১৭ জনের এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

 

এতে সহ-সভাপতি মোঃ মাহফুজ হোসেন হিমু, যুগ্ম-সাধারণ সম্পাদক নিয়ামুর রশিদ আদিত্য, সাংগঠনিক সম্পাদক মোঃ আসিফুর রহমান রিফাত, দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম মারফি, অর্থ সম্পাদক মেহেরুন নেসা তন্নি, প্রচার ও প্রকাশনা সম্পাদক তানজিমুল ইসলাম ফারদিন, অনুষ্ঠান সম্পাদক ইনজামাম কবির সাকলাইন, শৃঙ্খলা সম্পাদক আহনাফ ইশরাক নাফি, মানব সম্পদ সম্পাদক চেমন ফারিয়া ইসলাম মেঘলা, আপ্যায়ন সম্পাদক মোঃ ইফতেখারুল দিনার, প্রশিক্ষণ সম্পাদক মোঃ সাকিব জামান, সদস্য রুদ্র প্রসাদ রায়, ফাহিম ফারহান তরিফ, সাকিরা মাসতুরা, তাসফিয়া ইসলাম স্বর্ণলতা।

 

কমিটি অনুমোদনের জন্য সুপারিশ করেন সংগঠনের সদ্য সাবেক সভাপতি এনায়েত এইচ মনন, সদ্য সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন খান এবং অনুমোদন করেন সংগঠনটির উপদেষ্টা রেজওয়ান হাবিব রাফসান ও মডারেটর মুহাম্মদ মাহাবুবুর রহমান।

 

ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটির সদ্য সাবেক সভাপতি এনায়েত এইচ মনন বলেন-“স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সাংস্কৃতিক আন্দোলনের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটি একটু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে প্রস্তুত। এবং নবনির্বাচিত তরুণ নেতৃত্বের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটির উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করবে এই প্রত্যাশা।”