তারুণ্যের ছোঁয়ায় পরিবর্তন সোসাইটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আজ ০১/১০/২১ রোজ শুক্রবার যশোর শহরের টনি খান ইউস্টিটিউট মিলনায়তনে সারাদিন ব্যাপি সাংগঠনিক কর্মশালা অনুষ্টিত হয়।
উক্ত কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিতি ছিলেনঃ জনাব জহির ইকবাল (নান্নু) প্রতিষ্টাতা সভাপতি,
স্বপ্নদেখো সমাজ কল্যাণ সংস্থা,যশোর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ
জনাব মেহেদী হাসান
সত্বাধীকারি মিউজিক ক্যাফে, যশোর।
জনাব শরীফ এ হিমেল এ মাসউদ, সভাপতি,
সম্মিলিত সামাজিক জোট যশোর সংসদ।
জনাব কামরুল হাসান রিপন
সাধারণ সম্পাদক,
ক্যাম্পাস থ্রিয়েটার আন্দোলন যশোর জেলা সংসদ।
এম.শাহীন রেজা
সভাপতি,
বাংলাদেশ উদ্যোক্তা ফোরাম,যশোর জেলা শাখা।
আল হেলাল মামুন
সমন্বয়ক
বিডি ক্লিন যশোর।
কর্মশালায় প্রধান প্রশিক্ষক বলেন, দক্ষ সংগঠকের এ সমাজে খুব’ই দরকার। দক্ষতার অভাবে আমাদের চারিপাশে এত সম্পত্ত থাকা সত্ত্বেও সেটা কে আমরা কাজে লাগাতে পারছি না।
আর কাজে রুপান্তর করতে দক্ষ সংগকের গুরুত্ব অপরীসিম। তিনি আরোও বলেন দক্ষ সংগক হতে হলে আমাদের প্রশিক্ষণ এর বিকল্প নাই।
দক্ষ সংগঠক হয়ে আমাদের সকল কে দেশ,জাতী ও সমাজের কল্যাণে কাজ করে যেতে হবে তাহলেই আমাদের স্বার্থকথা আসবে প্রকৃত অর্থে।
অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন সংগটির চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃরুবেল হোসেন, যশোর জেলার আহবায়ক আরেফিন আজাদ, মিলন, হিমু, রহিম, মিঠুন মণ্ডল, শাহরিয়া প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।