যশোর জেলার একটি সামাজিক সংগঠন যশোর সেবা ফাউন্ডেশন- JSF এর ১লা মে দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী, আজ সন্ধ্যায় যশোর শিল্পকলা একাডেমি তে কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয় ।

এই সংগঠনের মূলত প্রধান কাজ মুমূর্ষ রােগীকে রক্তের প্রয়ােজনে স্বেচ্ছায় রক্ত দান করা , বিগত দুই বছরে প্রায় ১০০০ ব্যাগের বেশী রক্ত মানুষকে দিয়ে পাশে থেকেছেন, তার পাশাপাশি প্রশংসনীয় কিছু উদ্যোগ গ্রহণ করে এই সংগঠনটি , পথচারীদের মধ্যে খাদ্য বিতরণ , করােনা প্রতিরােধ সহায়ক মাক্স , স্যানিটাইজার বিতরণ করেছে, বৃক্ষ রােপন কর্মসূচী।

বিভিন্ন স্থানে , এক ঝাঁক মানবিক অত্যন্ত পরিশ্রম তরুণদের অক্লান্ত পরিশ্রমে খুব অল্প সময়ে সংগঠনটি যশোরে ব্যাপক সুনাম অর্জন করেছে , সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক তন্ময় মন্ডল যা বলেন, যশোর সেবা ফাউন্ডেশন -JSF এর আজ দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই , আনন্দের সাথে জানাচ্ছি বিগত দুই বছরে আমরা আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন এর মাধ্যমে কিছু অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরেছি এটাই আমাদের পাওয়া ও আনন্দ ।

তিনি আরও বলেন, কৃতজ্ঞতা জানাই যারা এই সংগঠনের পাশে ছিলেন তাদের কে – সৌরভ ঘোষ, হরিদাস বিশ্বাস, আবু সাঈদ, ইমরান, সুমন, ফাতেমা আফরিন বীণা, রাব্বী, নয়ন রায়, গোবিন্দ , রিদয়, রিয়াজ, মাহমুদ, হেলাল, আরো অনেকে।

দুই বছরে আমরা আমাদের সংগঠন থেকে ১০০০ ব্যাগ এর বেশি রক্ত দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছি ইতি মধ্যে , তাছাড়া সমগ্র বছরব্যাপী বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড যেমন অসহায় মানুষকে খাদ্য বিতরণ , মাক্স স্যানিটাইজার বিতরণ , বৃক্ষরােপণ, রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি , দরিদ্র মানুষের চিকিৎসা ব্যবস্থা , রক্ত ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরােধ , অসহায়দের খাবার বিতরণ , ইত্যাদি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করা হয়েছে , এই কার্যক্রম করার ক্ষেত্রে সফলতার কৃতিত্ব সংগঠন এর প্রতিটি মানুষের, কৃতজ্ঞতা জানাই যারা সর্বদা সহযােগিতার হাত বাড়িয়ে দিয়ে পাশে থেকে ছিলেন, ধন্যবাদ জ্ঞাপন করছি সংগঠনের প্রতিটি সদস্যকে , রক্ত যুদ্ধাদের , সাধুবাদ , অসীম কৃতজ্ঞতা জানাই প্রতিটি ব্লাড ডােনার কে যারা আমাদের ডাকে সাড়া দিয়ে মানব সেবায় এগিয়ে এসেছে নিজের রক্ত দিয়ে অন্যের জীবন বাঁচিয়েছে , সকলের কাছে দোয়া ও প্রার্থনা কামনা করছি যেন আগামী দিনগুলােতেও যেন এভাবেই মানুষের পাশে থাকতে পারি মানুষের কাজে আসতে পারি , ভালাে কাজে অংশগ্রহণ করতে পারি , শুভ কাজের সঙ্গে থাকতে পারি।

আমাদের পরিকল্পনা ছিল বড় পরিসরে প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন করার কিন্তু ঈদ উপলক্ষে সদস্য সংখ্যা কম থাকার কারণে সীমিত আকারে কিছু সদস্যদের উপস্থিতিতে শুধুমাত্র কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছি, পরবর্তী সময়ে আমরা পথশিশুদের নিয়ে একটি ব্যতিক্রম অনুষ্ঠানের আয়ােজন করবাে , সকলে দোয়া ও আশীর্বাদ করবেন যেন আমরা মানুষের জন্য কাজ করতে পারি অসহায় সুবিধা বঞ্চিত মানুষের পাশে থাকতে পারি।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য বৃন্দ ফাতেমা আফরিন বীণা, তাহিরা কুসুম, রাব্বী, নয়ন রায়, গোবিন্দ , রিদয়, রিয়াজ, মাহমুদ, হেলাল, ও মানবতার ব্লাড ফাউন্ডেশন এর পরিচালক মোঃ আবু রায়হান ভাই সহ আরো অনেকে।

সর্বশেষ সংগঠন এর উন্নয়নের জন্য সকল সদস্যদের মতবিনিময় ও আলোচনা সাপেক্ষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।