মোঃ রাকিব হাসান : মাননীয় প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) প্রধান কার্যালয়ে আজ ২৮ সেপ্টেম্বর একটি দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

মুজিবুর রহমান কর্পোরেশনের প্রধান কার্যালয়, শাখা অফিস এবং সহায়ক কোম্পানির কর্মচারীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই মাহফিলে অংশগ্রহণ করেন।

পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ডা. মোঃ কিসমাতুল আহসান, ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আবুল হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ কামাল হোসেন গাজী, আইসিবির তিনটি সহযোগী সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তারা, অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আইসিবির মহাব্যবস্থাপক উপস্থিত ছিলেন।