এস,এস,সি ব্যাচ-২০১৪ইং, ভাটিয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের গঠিত “বন্ধু ফাউন্ডেশন” এর পক্ষ থেকে করোনার কবলে পড়া অসহায়,দরিদ্র পরিবারের মধ্যে “ঈদ উপহার” বাড়িতে গিয়ে পৌছে দেয়া হয়। প্রায় ৬৫ টি অসহায় পরিবারকে,

“ঈদ উপহার” বাড়ি বাড়ি গিয়ে পৌছায়

এখানে উপস্থিত ছিলেন সংগঠনের পরিচালক ও উদ্যোক্তা মোঃ রুবেল মোল্লা ও সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
এলাকায় গিয়ে খোঁজ নিয়ে জানতে পারি, সংগঠনটি ১৯ জুলাই ২০২০ সালে গঠিত হয়। একপর্যায়ে সংগঠনটির সভাপতি মোঃ রুবেল মোল্যার নিজস্ব সাক্ষাতকারে জানান, এই সংগঠনটি কোন রাজনৈতিক সংগঠন নয়। এটি সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে পরিচালিত হয়।  এটি একঝাক ভবিষ্যৎ তরুণ তরুণীদের নিয়ে গঠিত।
এই সংগঠনটির  সভাপতি মোঃ রুবেল মোল্যা ও অর্থ বিষয়ক সম্পাদক লায়লা হক রিতু জানান আমরা ভবিষ্যতে আমাদের সকল বন্ধুদের সাথে নিয়ে আমরা সব সময় সকল সামাজিক কার্যক্রমে এগিয়ে যাবো ইনশাআল্লাহ।
বর্তমানে এ সংগঠনের ৭০ জনের সহায়তায় পরিচালিত হচ্ছে।
ধন্যবাদ জানাই, একঝাক তরুণ উদ্যোক্তাদের এরকম মহৎ উদ্যোগ গ্রহণ করায়