ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ঈশ্বরগঞ্জ পৌর শাখার কমিটি গঠন করা হয়েছে। এতে শ্রী বিপুল ঘোষকে সভাপতি, শ্রী তপু কর্মকারকে সাধারণ সম্পাদক ও অনুপ চন্দ্র দে তপুকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
শুক্রবার বিকেলে ঈশ্বরগঞ্জ মহাশ্মশান প্রসঙ্গে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ঈশ্বরগঞ্জ পৌর শাখার সভাপতি শ্রী বিপুল ঘোষ।
ঈশ্বরগঞ্জ উপজেলা শাখায় যুগ্ম আহ্বায়ক রাজিব গোড় এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. নারায়ণ চন্দ্র পাল।
বিশেষ অতিথি ছিলেন হিন্দু মহাজোট বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ময়মনসিংহ জেলা শাখার প্রচার সম্পাদক নেহার রন্ধন কুন্ডু, জেলা হিন্দু যুব মহাজোটের আহ্বায়ক প্রণতি বিশ্বাস, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবে সভাপতি নীলকন্ঠ আইচ মজুমদার, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক চন্দন রন্ধন সরকার প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।