বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: বাঘারপাড়ায় ৩দিন ব্যাপী ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহন প্রকল্পের এডভোকেসি প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার শেষ হয়েছে।

কৃষি অফিসের হল রুমে উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির ২৪ জন সদস্য এপ্রশিক্ষণে অংশ নেন। মানবাধিকার, গণতন্ত্র, সুশাসন ও নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন যুবউন্নয়ন কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা , কৃষি কর্মকর্তা ও মহিলা বিষয়ক কর্মকর্তা।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সভাপতি সূর্য বিশ্বাস, বক্তব্য রাখেন, সহকারি কৃষি কর্মকর্তা মতিয়ার রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, প্রকল্পের ডিভিশনাল ফ্যাসিলিটেটর জহির উদ্দিন,এসিস্ট্যান্ট ফ্যাসিলিটেটর রিয়াজ মোর্শেদ, ও এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সাধারণ সম্পাদক ইকরামুল কবির মিঠু প্রমুখ।