বাঘারপাড়া (যশোর) থেকে আজম খানঃ বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) বাঘারপাড়ার আয়োজনে দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের আয়োজনে দিনব্যাপী অবহিতকরণ কর্মশালায় অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১মে-২২) উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার আ ন ম আবুজর গিফারী।
বক্তব্য রাখেন পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ, কৃষি কর্মকর্তা রুহল আমীন , উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান ইমাম, সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা বিজন কুমার প্রামনিক।
কর্মশালায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।