রাজধানীর উত্তর বাড্ডা এলাকায় স্বপ্নের ফেরিওয়ালা সামাজিক সংগঠনের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে সামাজিক সংগঠন স্বপ্নের ফেরিওয়ালা ঢাকা ১১ এর উদ্যোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৮ নং ওয়ার্ডে বিভিন্ন এলাকায় অসহায়, দরিদ্র কর্মহীন পরিবারকে স্বাবলম্বীন করার লক্ষ্য এ সব সেলাই মেশিন বিতরণ করা হয়।

সেলাই মেশিন বিতরণ কালে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৮ নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব শেখ সেলিম , ঢাকা উত্তর মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন,আওয়ামীলীগ নেতা কাউসার আহমেদ , স্বপ্নের ফেরিওয়ালা সংগঠনের সদস্য , রাজন, মামুন, রিপন,দীপেন, বাবু, নান্নু,খোকন প্রমুখ।

এ সময় সংগঠনের সদস্য রাজন আহমেদ বলেন স্বপ্নের ফেরিওয়ালা সংগঠন অসহায় মানুষের পাশে থেকে তাদের স্বাবলম্বী করতে কাজ করে যাচ্ছে।

এছাড়াও তিনি আরো বলেন স্বপ্নের ফেরিওয়ালা সংগঠন উদ্যোগে অসহায় মানুষের জন্য খাদ্য সহায়তা, চিকিৎসা সেবা প্রদান ও বস্তু বিতরণ করে থাকে।