আজ ০২ নভেম্বর ২০২২ জাতীয় রক্তদাতা দিবস উপলক্ষে নুরুল ইসলাম ডায়াবেটিস সেন্টার যশোরের উদ্যোগে ও যশোরিয়ান ব্লাড ফাউন্ডেশন এর সার্বিক সহযোগিতায় বুরুজ বাগান মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে, ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত করা হয়।
১৯৭২ সালে ২রা নভেম্বর অধ্যাপক ডা. নুরুল ইসলাম দেশের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে প্রথম ব্যক্তি হিসেবে রক্তদান করেন। তারপর ১৯৭৮ সাল থেকে বাংলাদেশে স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমকে উৎসাহিত করতে প্রতিবছর ২ নভেম্বর জাতীয় রক্তদাতা দিবস পালন করা হয়।
এই সময়ে উপস্থিত ছিলেন, যশোরিয়ান ব্লাড ফাউন্ডেশন এর সাংগঠনিক সম্পাদক আল আমিন খান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ, সহ সাংগঠনিক সম্পাদক সোয়েবুর রহমান, অর্থ সম্পাদক তাহসিন জামান, যোগাযোগ বিষয়ক সম্পাদক তুষার আহমেদ, প্রমুখ।
সংগঠনের প্রতিষ্টাতা পরিচালক আব্দুর রহমান সুমন জানায় জাতীয় রক্তদান দিবস ২০২২ উপলক্ষে দেশের সকল রক্তদাতা ভাইবোন এবং রক্ত সংগ্রহ কারী ভাইবোন দের কে জানাই স্যালুট ও রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন। সেই সাথে মন থেকে সকলের জন্য দোয়া ও শুভকামনা করেন তিনি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।