মণিরামপুরে ছাত্রলীগের উদ্যোগে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী হাসিনার তথ্য-প্রযুক্তি ও যোগাযোগ বিষয়ক উপদেষ্টা ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, তারুন্যের অহংকার, সজীব ওয়াজেদ জয়-এর জন্মদিন পালিত হয়েছে।

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্যরে নির্দেশে, যশোর জেলা ছাত্রলীগের অনুপ্রেরণায় সরকারী বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি মেনে মঙ্গলবার রাতে মণিরামপুর পৌর এলাকার মোহনপুর কওমী মাদরাসা ও এতিমখানা জামে মসজিদে সীমিত পরিসরে দোয়া মাহফিল ও মিষ্টি বিতরণের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।

এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ফজুলুর রহমান, উপজেলা ছাত্রলীগের সদস্য মাহমুদুল হাসান রকি, ছাত্রলীগ নেতা রমেশ দেবনাথ, এম আই রাকিব, রিজভি, সাইফুর রহমান অভি, নাজমুল হাসান শান্ত রিয়াদ হোসেন, আরএল রাতুল, সোহান হোসেন, সুজন হোসেন, মুশফিক, উচ্ছাস, বনি, তালহাসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।