বরগুনা সরকারী কলেজ আজ থেকে মাসব্যাপী ফ্রি ব্লাডগ্রুপ ক্যাম্পপের উদ্ভোধন করেছেন বরগুনার সিভিল সার্জন ডাঃ মারিয়া হাসান।স্বেচ্ছাসেবী সংগঠন উৎসর্গ ফাউন্ডেশন বরগুনায় ফ্রি ব্লাডডোনারের কাজ করে যাচ্ছে দীর্ঘ দিন যাবৎ।

আজ সকাল ১১টায় উৎসর্গের উদ্দোগে বরগুনা সরকারী কলেজে মাসব্যাপী ব্লাডগ্রুপ ক্যাম্পের উদ্ভোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারী কলেজের অধ্যক্ষ মতিয়ার রহমান।

আলোচনায় অংশ গ্রহন করেন,উপ-পরিচালক স্বাস্হ্য বিভাগ ডাঃ সোহরাব উদ্দীন খান,গাইনি বিশেষজ্ঞ ডাঃ আজমেরী বেগম,বরগুনা জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মেহেদি হাসান,উৎসর্গের উপদেষ্টা মোঃ হাসানুর রহমান,আ্যাডঃ জুনায়েত জুয়েল।

স্বাগত বক্তব্য রাখেন উৎসর্গ ফাউন্ডেশনের সহ-সভাপতি মোঃ আঃ আলিম। বক্তারা,করোনাকালীন সময় স্বেচ্ছাসেবী সংগঠন উৎসর্গের নিবেদিত স্বেচ্ছাসেবকদের কাছের প্রশংসা করে বলেন,রক্তদান হচ্ছে, শ্রেষ্ঠ দানের মধ্য অন্যতম দান।

যে দানের মাধ্যমে মানসিক প্রশান্তি বেশী পাওয়া যায়। বরগুনায় শতশত মানুষ উৎসর্গের কাছে ঋনী হয়ে গেছে। যখনই রক্তের প্রয়োজন তখনই উৎসর্গ অসহায় মানুষের পাশে এসে দাড়ায়। আলোচনা সভা শেষে অতিথিরা আনুষ্ঠানিক ভাবে মাসব্যাপী ব্লাডগ্রুপ ক্যাম্পের উদ্ভোধন করেন।আয়োজকরা জানান,পর্যায়ক্রমে জেলার সকল উপজেলায় তারা ফ্রি ব্লাডগ্রুপ ক্যাম্প পরিচালনা করবেন।